নীতিমালা ও গোপনীয়তা

 নীতিমালাঃ

  1. BD Health Net এ প্রকাশিত সকল তথ্য কেবলমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দেওয়া হয়। তবে এটিকে চিকিৎসকের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। অবশ্যই কোনো শারীরিক ও মানসিক সমস্যার ক্ষেত্রে সনদপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  2. BD Health Net এ দেওয়া যেকোনো তথ্য ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব ব্যবহারকারীর নিজের। সেক্ষেত্রে কোন স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অনতিবিলম্বে  চিকিৎসকের কাছে যেতে হবে।
  3. ওয়েবসাইটে থাকা সমস্ত লেখা, ছবি ও ভিডিও আমাদের মালিকানাধীন। কোনকিছুই অনুমতি ব্যতীত কপি করে অন্য কোথাও পাবলিস্ট করা সম্পূর্ণভাবে নিষেধ। কেউ করলে আইনানুক  ব্যবস্থা নেওয়া হবে।
  4. আমাদের পোস্টের মন্তব্য সেকশনে গিয়ে কোন ধরনের লিংক কমেন্টে লিখা যাবে না। সেটি করলে BD Health Net কর্তৃক মন্তব্যটি ডিলিট করে দেওয়া হবে।

আমাদের সম্পর্কেঃ

  1. আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক তথ্য দেওয়ার। তবে সে ক্ষেত্রে কখনো কখনো শতভাগ সঠিক নাও হতে পারে। কেননা তথ্য সময়ের সাথে পরিবর্তনশীল, তাই মাঝে মাঝে আপডেট করা হতে পারে সেগুলো ভালো করে দেখে নিবেন।
  2. আমাদের ওয়েবসাইটে কোন বিজ্ঞাপন বা পণ্যের রিভিউ থাকলে তা স্পষ্ট ভাবে বিজ্ঞাপন বা স্পন্সর হিসেবে উল্লেখ থাকবে। 
  3. BD Health Net এর কোন পোস্ট এ যেকোন ধরনের ভুল দেখলে আমাদের সাথে যোগাযোগ করলে সেটি অবশ্যই গুরত্বের সাথে দেখা হবে।

গোপনীয়তাঃ

  1. BD Health Net ওয়েবসাইট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য (যদি সংগ্রহ করা হয়) গোপন রাখা হবে। তৃতীয় কোন ব্যক্তির সাথে শেয়ার করা হবে না। তবে সেটির ১০০% নিশ্চয়তা BD Health Net দেয় না।











এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

BD Health Net এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url